সুরক্ষিত পরিবেশে চাষাবাদ:
ফসলের ধরণ ও আঞ্চলিক আবহাওয়ার গতি-প্রকৃতির উপর নির্ভর করে প্রাকৃতিক বায়ুচলাচল বা কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রয়নের মাধ্যমে কৃত চাষাবাদই হল সুরক্ষিত পরিবেশে চাষাবাদ। সুরক্ষিত কাঠামো ফসলের নিয়মিত বৃদ্ধির উপযোগী পরিবেশ নিশ্চিতের পাশাপাশি আকষ্মিক বিরুপ আবহাওয়ার নেতিবাচক প্রভাব হতে রক্ষা করে। সাধারনত এ ধরনের পরিবেশে শাক-সবজি ও ফুলের চাষ করা লাভজনক। সুরক্ষিত পরিবেশে চাষকৃত ফসলের প্রয়োজনীয়তা অনুযায়ী তাপমাত্রা, আর্দ্রতা, আলোর প্রখরতা, সার, কীটনাশক, ও সেচ প্রদান করা যায় এবং এটি রোগ-নিয়ন্ত্রনে সহায়ক ভূমিকা রাখে। সুরক্ষিত পরিবেশে চাষাবাদ করে আমরা অধিক মুনাফা অর্জনের পাশাপাশি বাজার চাহিদা অনুসারে প্রকৃতি ও মৌসুম নির্বিশেষে যেকোন শাক-সবজি ও ফুলের চাষ করা সম্ভব। ভৌগলিক অবস্থান, আবহাওয়ার প্রকৃতি ও ফসল অনুযায়ী অবকাঠামোয় ভিন্নতা রয়েছে। খুব ঠান্ডা অথবা সম্পূর্ণ সুরক্ষিত পরিবেশে যে সকল ফসলের চাষাবাদ করতে হবে সে সকল ফসলের জন্য পলি-হাউজ বা গ্লাস-হাউজ এবং আকষ্মিক…