সুরক্ষিত পরিবেশে চাষাবাদ:

ফসলের ধরণ ও আঞ্চলিক আবহাওয়ার গতি-প্রকৃতির উপর নির্ভর করে প্রাকৃতিক বায়ুচলাচল বা কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রয়নের মাধ্যমে কৃত চাষাবাদই হল সুরক্ষিত পরিবেশে চাষাবাদ। সুরক্ষিত কাঠামো ফসলের নিয়মিত বৃদ্ধির উপযোগী পরিবেশ নিশ্চিতের পাশাপাশি আকষ্মিক বিরুপ আবহাওয়ার নেতিবাচক প্রভাব হতে রক্ষা করে। সাধারনত এ ধরনের পরিবেশে শাক-সবজি ও ফুলের চাষ করা লাভজনক।

সুরক্ষিত পরিবেশে চাষকৃত ফসলের প্রয়োজনীয়তা অনুযায়ী তাপমাত্রা, আর্দ্রতা, আলোর প্রখরতা, সার, কীটনাশক, ও সেচ প্রদান করা যায় এবং এটি রোগ-নিয়ন্ত্রনে সহায়ক ভূমিকা রাখে। সুরক্ষিত পরিবেশে চাষাবাদ করে আমরা অধিক মুনাফা অর্জনের পাশাপাশি বাজার চাহিদা অনুসারে প্রকৃতি ও মৌসুম নির্বিশেষে যেকোন শাক-সবজি ও ফুলের চাষ করা সম্ভব।

ভৌগলিক অবস্থান, আবহাওয়ার প্রকৃতি ও ফসল অনুযায়ী অবকাঠামোয় ভিন্নতা রয়েছে। খুব ঠান্ডা অথবা সম্পূর্ণ সুরক্ষিত পরিবেশে যে সকল ফসলের চাষাবাদ করতে হবে সে সকল ফসলের জন্য পলি-হাউজ বা গ্লাস-হাউজ এবং আকষ্মিক বিরুপ আবহাওয়ার নেতিবাচক প্রভাব ও সরাসরি সূর্যের আলো যে সকল ফসলের জন্য ক্ষতিকর তাদের চাষাবাদের জন্য শেড নেট হাউজ ব্যবহার করা হয়।

বাংলাদেশের আবহাওয়াতে উপযোগী সুরক্ষিত পরিবেশে চাষাবাদের কয়েকটি অবকাঠামো সর্ম্পকে আলোচনা করা হল। ফসলের ধরণ ও ভৌগলিক অবস্থানের উপর নির্ভর করে নিম্নের যে কোন একটি ব্যবস্থাকে নির্বাচন করা যেতে পারে:

(১) ফ্লাট শেড নেট হাউজ:

এই ধরনের হাউজ হট-ডিপ গ্যালভানাইজড স্টিল পাইপ এবং শেড নেট এর সম্বনয়ে তৈরি করা হয়। পরিমিত পরিমানে বাতাস, আর্দ্রতা ও সূর্যের আলো শেড নেট দিয়ে চলাচল করতে পারে। সেচ, কীটনাশক ও সার প্রদান ব্যবস্থা এখানে অন্তর্ভূক্ত করা যায়। ঔষুধি উদ্ভিদ, ফুল, শাক-সবজি, মসলা, নার্সারি ও টিস্যু কালচারের চারা প্রতিপালনে ফ্লাট শেড নেট হাউজ ব্যবহার করা হয়।

ফ্লাট শেড নেট হাউজের বৈশিষ্ট্য:

ক. প্রাক-সংযোজন এর মাধ্যমে খুব সহজেই স্থাপন ও ভেঙ্গে ফেলা যায়।
খ. ঝালাই ছাড়া নাট-বোল্ট দিয়ে খুব সহজেই স্থাপন করা যায়।
গ. বাতাসের গতিবেগ ১৪০ কিমি/ঘন্টা প্রতিরোধ করতে পারে।
ঘ. ইউভি রশ্মি স্থিতিশীল আচ্ছাদন আকষ্মিক বিরুপ আবহাওয়ার নেতিবাচক প্রভাব হতে রক্ষা করে।
ঙ. লতানো গাছের জন্য মাচার ব্যবস্থা করা অনেক সহজ।
চ. রোগ-নিয়ন্ত্রনে সহায়ক ভূমিকা রাখায়, রোগ-বালাই নিয়ন্ত্রনে কম খরচ হয়।
ছ. পানি ও সার ব্যবহারে উচ্চ দক্ষতার স্বাক্ষর রাখে।

(২) ডোম শেড নেট হাউজ:

ডোম শেড নেট হাউজ ও ফ্লাট শেড নেট হাউজ সাদৃশ্যপূর্ণ। গম্বুজ আকৃতির হওয়ার এটি অসীম কর্মদক্ষতা সম্পন্ন এবং বাহ্যিক দৃশ্য নান্দনিক। চারা গাছের মৃত্যুহার হ্রাস করায় এবং অনুকুল আবহাওয়া স্থিতিশীল রাখায় গাছের বৃদ্ধি দ্রæত হয়। এটি ইদুর, কীটপতঙ্গ সহ প্রাকৃতিক দূর্যোগ যেমন ঝড়,বৃষ্টি, তুষার ও কুয়াশার হাত থেকে ফসলকে রক্ষা করে। শাক-সবজি, ফল ও ফুলের চাষ ডোম শেড নেট হাউজ-এ করা যায়।

ডোম শেড নেট হাউজের বৈশিষ্ট্য:

ক. টপ ভেনটিলেটেড ব্যবস্থা হওয়ায়, ভিতরের তাপমাত্রা সবসময় কম থাকে।
খ. প্রাক-সংযোজন এর মাধ্যমে খুব সহজেই স্থাপন ও ভেঙ্গে ফেলা যায়।
গ. ঝালাই ছাড়া নাট-বোল্ট দিয়ে খুব সহজেই স্থাপন করা যায়।
ঘ. বাতাসের গতিবেগ ১২০ কিমি/ঘন্টা প্রতিরোধ করতে পারে।
ঙ. ইউভি রশ্মি স্থিতিশীল আচ্ছাদন আকষ্মিক বিরুপ আবহাওয়ার নেতিবাচক প্রভাব হতে রক্ষা করে।
চ. বিরুপ আবহাওয়ার নেতিবাচক প্রভাব হতে ফসলকে রক্ষা করে।
ছ. লতানো গাছের জন্য মাচার ব্যবস্থা করা অনেক সহজ।
জ. রোগ-নিয়ন্ত্রনে সহায়ক ভূমিকা রাখায়, রোগ-বালাই নিয়ন্ত্রনে কম খরচ হয়।
ঝ. পানি ও সার ব্যবহারে উচ্চ দক্ষতার স্বাক্ষর রাখে।

(৩) ওয়্যার রোপ নেট হাউজ:

এই নেট হাউজ, ফ্লাট শেড নেট হাউজ-এর মত সকল সুবিধা নিশ্চিত করে তবে এই ধরনের নেট হাউজগুলো নির্মান ও রক্ষাবেক্ষণ খরচ অনেক কম এবং খরচের তুলনায় অবকাঠামোর স্থায়ীত্ব অনেক বেশি। কাঠামোগত স্থায়ীত্ব, স্বল্প নির্মান ও রক্ষাবেক্ষণ খরচ, সর্বোপরি আলো, বাতাস ও আদ্রর্তার প্রাচুর্যতা, চলাচল ও নিয়ন্ত্রনে ইতিবাচক ভূমিকার জন্য বিখ্যাত। এটি শাক-সবজি, বিভিন্ন ধরনের ফল যেমন স্ট্রেবেরি, ডালিম এবং ড্রাগনের জন্য উপযুক্ত।

ওয়্যার রোপ নেট হাউজের বৈশিষ্ট্য:

ক. স্বল্প মূল্যের গ্যালনাভাইজড স্টিল দ্বারা এটি তৈরি হওয়ায় নির্মান খরচ কম।
খ. প্রাক-সংযোজন এর মাধ্যমে খুব সহজেই স্থাপন ও ভেঙ্গে ফেলা যায়।
গ. ঝালাই ছাড়া নাট-বোল্ট দিয়ে খুব সহজেই স্থাপন করা যায়।
ঘ. বাতাসের গতিবেগ ১২০ কিমি/ঘন্টা প্রতিরোধ করতে পারে।
ঙ. ওয়্যার রোপ স্থাপনার আচ্ছাদন উপকরনের ভাড় বহন করে।
চ. ইউভি রশ্মি স্থিতিশীল আচ্ছাদন আকষ্মিক বিরুপ আবহাওয়ার নেতিবাচক প্রভাব হতে           রক্ষা করে।
ছ. বিরুপ আবহাওয়ার নেতিবাচক প্রভাব হতে ফসলকে রক্ষা করে।
জ. লতানো গাছের জন্য মাচার ব্যবস্থা করা অনেক সহজ।
ঝ. রোগ-নিয়ন্ত্রনে সহায়ক ভূমিকা রাখায়, রোগ-বালাই নিয়ন্ত্রনে কম খরচ হয়।
ঞ. পানি ও সার ব্যবহারে উচ্চ দক্ষতার স্বাক্ষর রাখে।

(৪) হাইব্রিড পলি নেট হাউজ:

নেট হাউজ ও পলি হাউজের সংকর হল হাইব্রিড পলি নেট হাউজ যার উপরের অংশ পলি এবং নিচের অংশ নেট এর সমন্বয়ে হাইব্রিড পলি নেট হাউজ তৈরী করা হয়। নার্সারিতে চারা গাছের পরিপক্কতা আনায়ন এবং ভেষজ উদ্ভিদের চাষাবাদে হাইব্রিড পলি নেট হাউজ ব্যবহার করা হয়। পলি ঠান্ডা ও বৃষ্টি হতে এবং শেড অতিরিক্ত রোদ হতে ফসলকে রক্ষা করে এবং সর্বোপরি পলি ও নেটের সম্বনয় আলো, বাতাস ও আদ্রর্তার প্রাচুর্যতা, চলাচল ও নিয়ন্ত্রন করে শীতল, শুষ্ক অথবা মিশ্র আবহাওয়াতে সর্বদা ফসলের উপযুক্ত পরিবেশ নিশ্চিত কারার মাধ্যমে ফলন সর্ব্বোচ করে।

হাইব্রিড পলি নেট হাউজের বৈশিষ্ট্য:

ক. কাস্টমাইজড গ্যালনাভাইজড স্টিল দ্বারা এটি তৈরি নির্মান করা হয়।
খ. ইউভি রশ্মি স্থিতিশীল আচ্ছাদন আকষ্মিক বিরুপ আবহাওয়ার নেতিবাচক প্রভাব হতে রক্ষা করে।
গ. নেট ছায়া প্রদান সহ প্রয়োজনীয় বাতাস, আর্দ্রতা ও সূর্যের আলো চলাচলে ইতিবাচক ভূমিকা রাখায় ফলন সর্ব্বোচ করে।
ঘ. ঝালাই ছাড়া নাট-বোল্ট দিয়ে খুব সহজেই স্থাপন করা যায়।
ঙ. বাতাসের গতিবেগ ১২০ কিমি/ঘন্টা প্রতিরোধ করতে পারে।
চ. প্রতিকুল পরিবেশে চাষাবাদে কোন বিরুপ প্রভাব পড়ে না।
ছ. লতানো গাছের জন্য মাচার ব্যবস্থা করা অনেক সহজ।
জ. রোগ-নিয়ন্ত্রনে সহায়ক ভূমিকা রাখায়, রোগ-বালাই নিয়ন্ত্রনে কম খরচ হয়।
ঝ. পানি ও সার ব্যবহারে উচ্চ দক্ষতার স্বাক্ষর রাখে।

(৫) প্রাকৃতিক বায়ু চলাচল উপযোগী পলি হাউজ:

প্রাকৃতিক বায়ু চলাচল উপযোগী পলি হাউজগুলোর দেওয়াল ও ছাদের সমন্বয়ে তৈরি যার ছাদ স্বচ্ছ উপাদান যেমন কাচ বা প্লাস্টিক দ্বারা তৈরি যেখানে শীতল, শুষ্ক অথবা মিশ্র আবহাওয়াতে সর্বদা ফসলের উপযুক্ত পরিবেশ নিশ্চিত কারার মাধ্যমে ফলন সর্ব্বোচ হয়। ঠান্ডা, বৃষ্টি এবং অতিরিক্ত রোদ হতে ইউভি রশ্মি স্থিতিশীল আচ্ছাদন ফসলের উপযুক্ত পরিবেশ নিশ্চিত কারার মাধ্যমে ফলন সর্ব্বোচ করে। প্রাকৃতিক বায়ু চলাচল উপযোগী পলি হাউজগুলোতে উচ্চ মূল্যের অর্থকরি ফসল যেমন ডাচ-গোলাপ, জারবেরা, কার্নেশন, অ্যানথুরিয়াম, ব্রোকলি, রঙিন ক্যাপসিকাম, চেরি টমেটো, শসা এবং ঔষুধি উদ্ভিদের মত উচ্চ ফললশীল ফসলের চাষাবাদ করার জন্য উপযুক্ত।

প্রাকৃতিক বায়ু চলাচল উপযোগী পলি হাউজের বৈশিষ্ট্য:

ক. অবকাঠামো গ্যালভানাইজড স্টিল দ্বারা নির্মান করা হয়।
খ. ছাদ ও পার্শ্ব দেওয়াল এ বায়ু চলাচল ব্যবস্থা নিশ্চিত করায় আলো, বাতাস ও আদ্রর্তার প্রাচুর্যতা, চলাচল ও নিয়ন্ত্রনে ইতিবাচক ভূমিকা রাখে।
গ. ইউভি রশ্মি স্থিতিশীল আচ্ছাদন আকষ্মিক বিরুপ আবহাওয়ার নেতিবাচক প্রভাব হতে রক্ষা করে।
ঘ. শীতল, শুষ্ক অথবা মিশ্র আবহাওয়াতে সর্বদা ফসলের উপযুক্ত পরিবেশ নিশ্চিত কারার মাধ্যমে ফলন সর্ব্বোচ করে।
চ. ঝালাই ছাড়া নাট-বোল্ট দিয়ে খুব সহজেই স্থাপন করা যায়।
ছ. বাতাসের গতিবেগ ১২০ কিমি/ঘন্টা প্রতিরোধ করতে পারে।
জ. লতানো গাছের জন্য মাচার ব্যবস্থা করা অনেক সহজ।
ঝ. রোগ-নিয়ন্ত্রনে সহায়ক ভূমিকা রাখায়, রোগ-বালাই নিয়ন্ত্রনে কম খরচ হয়।
ঞ. পানি ও সার ব্যবহারে উচ্চ দক্ষতার স্বাক্ষর রাখে।

(৬) জলবায়ু নিয়ন্ত্রিত পলি-হাউজ:

শীতল, শুষ্ক ও আর্দ্র সকল প্রকার আবহাওয়াতে জলবায়ু নিয়ন্ত্রিত পলি-হাউজগুলো খুবই উপযোগী। উষ্ম ও শীতলীকরণ যন্ত্র, আর্দ্রতা নিয়ন্ত্রন যন্ত্র, ফসলের উপযোগী আলো এবং বাতাসের চলাচলের ব্যবস্থা সুনিশ্চিত করা হয়। এটি মাটি বিহীন চাষাবাদ, টিস্যু কালচার ল্যাবরেটরি এবং ঔষুধি উদ্ভিদের চাষাবাদে এই ধরনের ব্যবস্থা সবথেকে উপকারী।

জলবায়ু নিয়ন্ত্রিত পলি হাউজের বৈশিষ্ট্য:

ক. অবকাঠামো গ্যালভানাইজড স্টিল দ্বারা নির্মান করা হয়।
খ. ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষার, কুয়াশা, তাপদাহ ও ঠান্ডা আবহাওয়া হতে ফসলকে রক্ষা করে।
গ. ইউভি রশ্মি স্থিতিশীল আচ্ছাদন  আকষ্মিক বিরুপ আবহাওয়ার নেতিবাচক প্রভাব হতে রক্ষা করে।
ঘ. ঝালাই ছাড়া নাট-বোল্ট দিয়ে খুব সহজেই স্থাপন করা যায়।
ঙ. বাতাসের গতিবেগ ১২০ কিমি/ঘন্টা প্রতিরোধ করতে পারে।
চ. লতানো গাছের জন্য মাচার ব্যবস্থা করা অনেক সহজ।
ছ. রোগ-নিয়ন্ত্রনে সহায়ক ভূমিকা রাখায়, রোগ-বালাই নিয়ন্ত্রনে কম খরচ হয়।
জ. শীতল, শুষ্ক অথবা মিশ্র আবহাওয়াতে সর্বদা ফসলের উপযুক্ত পরিবেশ নিশ্চিত কারার মাধ্যমে ফলন সর্ব্বোচ করে।
ঝ. পানি ও সার ব্যবহারে উচ্চ দক্ষতার স্বাক্ষর রাখে।
ঞ. ফার্টিগেশন, মিস্টিং, মাইক্রো-ইরিগেশন, ড্রিপ- ইরিগেশন ইত্যাদি ব্যবস্থা এখানে সংযোজন করা যায়।

IONEX AGRO TECHNOLOGY
Average rating:  
 0 reviews

Similar Posts