SPRINKLER IRRIGATION SYSTEM
স্প্রিংলার ইরিগেশান সিষ্টেম কৃষি জমি বা বাগানে পানি সেচ দেওয়ার একটি আধুনিক পদ্ধতি। এ পদ্ধতিতে জমি বা বাগানে প্রাকৃতিক বৃষ্টির মতো পানি ছিটিয়ে সেচ দেওয়া হয়। বৈদ্যুতিক/ ডিজেল/ সোলার চালিত পানির পাম্পের সাহায্যে পাইপ লাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রেশারে পানি প্রবাহিত করা হলে স্প্রিংলার হেড পানির প্রেশারে ঘুরতে থাকে এবং ক্ষুদ্রাকার ফোটায় বৃষ্টির মতো পানি ছিটিয়ে সেচ দিয়ে থাকে। পানির পাম্প, পাইপিং সিষ্টেম ও স্প্রিংলারের অবস্থান এমনভাবে ডিজাইন করতে হয় যেন সেচের পানি জমি বা বাগানের সকল গাছে সমানভাবে পৌঁছুতে পারে।