Fertigation System
সার ও সেচ ব্যবস্থাপনা
স্বাধীনতার পর বাংলাদেশের প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি ছিল কৃষিখাত। কৃষিই ছিল বাংলাদেশের মানুষের প্রধান জীবিকা। কর্মসংস্থান ও দেশীয় মোট উৎপাদনের শতকরা ৬০ ভাগই নির্ভর করত কৃষির উপর। বর্তমানে, দেশের শিল্পোন্নয়নের সাথে সাথে কর্মসংস্থান ও দেশীয় মোট উৎপাদনে কৃষিখাতের অবদান হ্রাস পেয়ে প্রায় ১২.৫ ভাগে দাড়িয়েছে। তথাপিও দারিদ্র বিমোচন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে কৃষিখাতই অর্থনৈতিক চালিকাশক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যা, বৈশ্বিক মহামারি, জলবায়ুর পরিবর্তন সহ নানাবিধ সমস্যা মোকাবেলা করে কৃষিখাতকে উৎপাদনশীলতা বজায় রাখতে হচ্ছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ যার প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,২৪০ জন মানুষ বসবাস করে। জনসংখ্যার ঘনত্ব ও ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে দেশের চাষযোগ্য জমির পরিমান ব্যাপক হারে হ্রাস পাচ্ছে।
শিল্প তার কাচামালের জন্য কৃষিখাতের উপর নির্ভরশীল। মানুষসহ বেশ কিছু প্রাণি খাদ্য ও বাসস্থানের জন্য কৃষিখাতের উপর নির্ভরশীল। সুতরাং কৃষির উপর নির্ভরশীল অন্যান্য খাতসমুহের চাহিদা পূরণ করতে কৃষির ধারাবাহিক উচ্চ ফলন নিশ্চিত করা অত্যন্ত জরুরী। তাছাড়া এই উচ্চ চাহিদা পূরণে প্রয়োজনীয় চাষযোগ্য জমির স্বল্পতার কারণে সীমিত জমিতে অধিক ফলন নিশ্চিতকরণ জরুরী। অধিক ফলনের জন্য সার ও কীটনাশকের পরিকল্পিত ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে।
কৃষি উৎপাদনের সুষম ব্যবস্থাপনায় উচ্চ ফলন নিশ্চিতের জন্য সারের যথাযথ ও পরিকল্পিত ব্যবহারের প্রয়োজনীয়তা অপরিসীম। অতিমাত্রায় যথেচ্ছ সারের প্রয়োগ এবং প্রয়োগের ঐতিহ্যগত পদ্ধতিসমুহে অতিরিক্ত সার পানির সাথে দ্রবীভূত হয়ে স্থানীয় বাস্তুতন্ত্র , পরিবেশ এবং মানুষের উপর বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি সহ মারাত্মক স্বাস্থ্যঝুকি তৈরি করে। চাষাবাদে ফসলের জন্য প্রয়োজনীয় ও পরিমিত সারের ব্যবহার নিশ্চিতকরণ কৃষি উৎপাদন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ কাজ। এই কাজকে সহজতর করতে ফার্টিগেশন পদ্ধতি নামে কৃষিতে আধুনিক প্রযুক্তি সংযোজন করা যায়।
ফার্টিগেশন ব্যবস্থা:
ফার্টিগেশন একটি অভিযোজন ও পরিমাপযোগ্য সার বিতরণ ব্যবস্থা যেখানে সেচের মাধ্যমে সার প্রয়োগ করা হয়। ফার্টিগেশনের মাধ্যমে ফসলের জন্য প্রয়োজনীয় ও পরিমিত সারের ব্যবহার নিশ্চিতকরণ সম্ভব । দক্ষতা ও কার্যকারিতা উচ্চমান সম্পন্ন হওয়ায় এই আধুনিক পদ্ধতিটি কৃষক ও কৃষিবিদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এবং দিন দিন এটির ব্যবহার পাচ্ছে। ফার্টিগেশন ব্যবস্থা, এর কার্যকারিতা ও উপকারিতা আলোচনা করা হল।
ফার্টিগেশন শব্দটি ফার্টিলাইজার এবং ইরিগেশন শব্দ দুটির সমন্বয়ে সৃষ্টি হয়েছে। ফার্টিগেশন হল সেচ ব্যবস্থার মাধ্যমে, সেচের সময় ফসল বা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় সার ও পুষ্টি উপাদান সমুহ পানিতে দ্রবীভূত অবস্থায় সরাসরি শিকড় অঞ্চলে সরবরাহ করার ব্যবস্থা। মাটি থেকে পানি শোষনের সময় ফসল এই দ্রবীভূত পুষ্টি উপাদানসমুহ সহজেই গ্রহন করতে পারে। এই ব্যবস্থায় প্রয়োজনীয় সার ও পুষ্টি উপাদান সমুহ শুধুমাত্র শিকড় অঞ্চলে সরবরাহ করা হয় বিধায় অপচয় হয় না বললেই চলে। স্প্রিঙ্কলার, ড্রিপ সহ বিভিন্ন ধরনের সেচ ব্যবস্থায় ফার্টিগেশন সিস্টেমটি ব্যবহার করা যায়। ফার্টিগেশন সিস্টেমটি ড্রিপ সিস্টেমের সাথে সবথেকে সামঞ্জস্যপূর্ণ ও উপকারী।
ফার্টিগেশন ব্যবস্থা সার প্রয়োগের সবথেকে সুনির্দিষ্ঠ ও নিয়িন্ত্রত পদ্ধতি হিসেবে বিবেচিত এবং এই পদ্ধতিতে অন্য যে কোন পদ্ধতির তুলনায় সারের পরিমান অনেক কম লাগে।