Drip irrigation system suppliers

DRIP IRRIGATION SYSTEM

ড্রিপ ইরিগেশান সিষ্টেম আশানুরুপ ফসল উৎপাদনে গাছের জন্য প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান যথাযথ মাত্রায় সরবরাহ করার সবচেয়ে কার্যকর পানি সেচ পদ্ধতি। এ পদ্ধতিতে ফোঁটায়, ফোঁটায় পানি সঠিক পরিমাণে ও সঠিক সময়ে ঠিক গাছের গোড়ায় প্রয়োগ করা হয়, ফলে সময়মতো গাছের জন্য প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান সঠিকভাবে সরবরাহ করা সম্ভব হয়, এতে অধিক ফলন নিশ্চিত করা করা যায়। এই পদ্ধতিতে কৃষক অল্প সময়ে সার, শ্রমিকের মজুরি ও বিদ্যুৎ খরচ কমিয়ে অধিক ফসল উৎপাদনে সক্ষম হয়।